ফের আগুন নিউ মার্কেটে, পুড়ে খাক আলুপট্টি

মাত্র একুশ দিনের মাথায় ফের আগুন নিউ মার্কেটে। এ বার পুড়ে ছাই হয়ে গেল এস এস হগ বা নিউ মার্কেটের আলুপট্টি। দমকলের ২০টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আলুপট্টির আগুন মাছবাজারে ছড়িয়ে না পড়লেও সেখানকার ব্যবসা সোমবার পুরোপুরি বন্ধ রাখতে হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বাজারের ভিতরে থাকা মিটারঘর থেকেই আগুন লাগে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলের ডিরেক্টর জেনারেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ১৩:২৭
Share:

তখনও ধোঁয়া বেরোচ্ছে।

মাত্র একুশ দিনের মাথায় ফের আগুন নিউ মার্কেটে। এ বার পুড়ে ছাই হয়ে গেল এস এস হগ বা নিউ মার্কেটের আলুপট্টি। দমকলের ২০টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আলুপট্টির আগুন মাছবাজারে ছড়িয়ে না পড়লেও সেখানকার ব্যবসা সোমবার পুরোপুরি বন্ধ রাখতে হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বাজারের ভিতরে থাকা মিটারঘর থেকেই আগুন লাগে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলের ডিরেক্টর জেনারেল।

Advertisement

দমকল সূত্রের খবর, এ দিন বেলা ১২টা নাগাদ তাদের সদর দফতরে ফোন করে নিউ মার্কেটের আলুপট্টিতে আগুন লাগার খবর দেওয়া হয়। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন পাঠানো হলেও, আগুনের তীব্রতা দেখে আরও ১৮টি ই়ঞ্জিন আনা হয়। তত ক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে। যদিও স্থানীয় লোকজনের অভিযোগ, খবর দেওয়ার প্রায় আধ ঘণ্টা পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। যদিও দমকলের ডিরেক্টর জেনারেল সঞ্জয় মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আগুনের উৎস কী তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, এ দিন আলুপট্টির কোণের একটি বন্ধ ঘর থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া দেখে আশপাশের লোকজন জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই ওই ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান এবং একটি মিটারঘরে। তার পরেই আগুন বড় আকার নেয়। স্থানীয় বাসিন্দা ভিকি মল্লিক বলেন, ‘‘রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ ধোঁয়া নজরে আসে। সঙ্গে সঙ্গে বাজারের লোকজনকে ডেকে দেখাই। জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। আগুন ছড়িয়ে পড়ছে দেখে খবর পাঠানো হয় দমকলে।

Advertisement

এ দিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, দমকলের ২০টি ইঞ্জিনের পাশাপাশি নিউ মার্কেটের মাছবাজার সংলগ্ন বস্তির লোকজনও বালতি, গামলা করে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। দুপুরের দিকে আলুপট্টি সংলগ্ন মাছবাজারেও আগুন ছড়িয়ে পড়তে দেখে তাঁরা হাতে হাত লাগিয়ে সেই আগুন আটকানোর চেষ্টা করেন।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দমকল আগুন আয়ত্তে আনার জন্য কাজ করছে। কী করে আগুন লাগল, তা পরে তদন্ত করে দেখা হবে।’’ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় এ দিন আগুন আয়ত্তে আনা গেলেও বাজারের সব ক’টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল নিউ মার্কেটের একটি শপিং মলে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় সেটি।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন