রাঁচি-হাতিয়া প্যাসেঞ্জারে মিলল মাধ্যমিকের উত্তরপত্র

রাঁচি-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে মিলল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার ১০৫টি উত্তরপত্র। বৃহস্পতিবার যাত্রীদের থেকে খবর পেয়ে আসানসোল জিআরপি উত্তরপত্রগুলিকে উদ্ধার করে। রেল সূত্রের খবর, এ দিন বর্ধমান এবং আসানসোল-এর মাঝে রাঁচি-হাতিয়া প্যাসেঞ্জারের একটি কামরায় যাত্রীরা সিটের উপরে উত্তরপত্রের বান্ডিল পড়ে থাকতে দেখেন। তাঁরা জিআরপিকে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ১৬:০৬
Share:

রাঁচি-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে মিলল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার ১০৫টি উত্তরপত্র। বৃহস্পতিবার যাত্রীদের থেকে খবর পেয়ে আসানসোল জিআরপি উত্তরপত্রগুলিকে উদ্ধার করে।

Advertisement

রেল সূত্রের খবর, এ দিন বর্ধমান এবং আসানসোল-এর মাঝে রাঁচি-হাতিয়া প্যাসেঞ্জারের একটি কামরায় যাত্রীরা সিটের উপরে উত্তরপত্রের বান্ডিল পড়ে থাকতে দেখেন। তাঁরা জিআরপিকে খবর দেন। খবর পেয়ে জিআরপি সেগুলি উদ্ধার করে। তার পরে মধ্যশিক্ষা পর্ষদে খবর দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, “খবর পেয়েছি। কী ভাবে উত্তরপত্রগুলি ওখানে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement