কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা

কাশ্মীরের তাঙ্গধর সেক্টরে সীমান্তরেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিলেন ভারতীয় সেনার জওয়ানরা। রবিবার ভোরের ঘটনা। সেনা সূত্রে খবর, এ দিন বেশ কয়েক জন জঙ্গি প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তরেখা পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেনারা তাদের সেই চেষ্টা সফল হতে দেয়নি। উভয় পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ১০:৪৩
Share:

জঙ্গিদের সঙ্গে লড়াই ভারতীয় সেনার। ছবি: পিটিআই।

কাশ্মীরের তাঙ্গধর সেক্টরে সীমান্তরেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিলেন ভারতীয় সেনার জওয়ানরা। রবিবার ভোরের ঘটনা। সেনা সূত্রে খবর, এ দিন বেশ কয়েক জন জঙ্গি প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তরেখা পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেনারা তাদের সেই চেষ্টা সফল হতে দেয়নি। উভয় পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তাঙ্গধর সেক্টর দিয়ে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা ছিল জঙ্গিদের। গত ২৫ মে কুপওয়ারার এই সেক্টরেই জঙ্গিদের অনুপ্রবেশে বাধা দিতে গিয়ে দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন জওয়ান এবং এক জঙ্গির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন