টেক্সাসের হামলায় তারাই দায়ী, ঘোষণা আইএস-এর

টেক্সাসের গারল্যান্ডের হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এক রেডিও বার্তায় আইএস-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। এই বার্তায় হামলার সঙ্গে যুক্ত দুই জঙ্গি— এলটন সিম্পসন এবং নাদির সোফিকে ‘ভাই’ বলে সম্বোধনও করা হয়েছে। যদিও এই দুই জঙ্গির সঙ্গে এখনও আইএস-এর কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ২০:২৩
Share:

এই গাড়িতে করেই কার্টিস কুলওয়েল সেন্টারে এসেছিল আইএস জঙ্গিরা। ছবি এএফপি।

টেক্সাসের গারল্যান্ডের হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এক রেডিও বার্তায় আইএস-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। এই বার্তায় হামলার সঙ্গে যুক্ত দুই জঙ্গি— এলটন সিম্পসন এবং নাদির সোফিকে ‘ভাই’ বলে সম্বোধনও করা হয়েছে। যদিও এই দুই জঙ্গির সঙ্গে এখনও আইএস-এর কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

Advertisement

মার্কিন সময় রবিবার সন্ধ্যায় গারল্যান্ডের কার্টিস কুলওয়েল সেন্টারে ইসলাম নিয়ে একটি আলোচনাসভা ও মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্রের এক প্রদর্শনীতে হামলা চালায় এই দুই জঙ্গি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় দুই জঙ্গিরই প্রাণ যায়। আহত হন এক নিরাপত্তাকর্মী। আইএস-এর পক্ষ থেকে জানান হয়েছে, এই দুই জঙ্গি আল খিলাফা দলের সদস্য। মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্রের জবাব দিতেই এই হামলা। এই ঘটনার সঙ্গে শার্লি এবদো-য় হামলারও তুলনা করা হয়েছে। ফিনিক্সের বাসিন্দা সিম্পসন বা সোফির সঙ্গে এখনও আইএস যোগসূত্র পাওয়া যায়নি। যদিও হামলার আগে সিম্পসন ট্যুইটারে নিজেকে মুজাহিদিন বলে ঘোষণা করেছিল। সোফি-র ক্ষেত্রে এমন কিছুই পাওয়া যায়নি। তবে সোফির গুলিতেই নিরাপত্তাকর্মী আহত হন।

ইসলাম নিয়ে আলোচনা ও মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্রের এই প্রদর্শনীর আয়োজন করেছিল পরিচিত ‘ইসলাম-বিরোধী’ সংগঠন ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিসিয়েটিভ (এএফডিআই)’। এই আলোচনায় এসেছিলেন ডেনমার্কের রাজনীতিবিদ এবং ‘ইসলাম-বিরোধী’ প্রচারক গ্রিট উইল্ডার্স। প্রদর্শনীটি স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তার কড়াকড়ি ছিলই। তবে হামলা সম্পর্কে আগাম কোনও খবর ছিল না বলেই দাবি পুলিশের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন