দুর্নীতির অভিযোগে বেলডাঙার মাদ্রাসায় তালা

পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসায় তালা ঝোলালেন সমিতির অন্যান্য সদস্য, পড়ুয়া এবং অভিভাবকেরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস্ হাই মাদ্রাসা-র পরিচালন সমিতির কিছু সদস্যের অভিযোগ, দীর্ঘ দিন ধরে দুর্নীতির কারণে ওই মাদ্রাসায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ১৭:৩৬
Share:

পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসায় তালা ঝোলালেন সমিতির অন্যান্য সদস্য, পড়ুয়া এবং অভিভাবকেরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়।

Advertisement

ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস্ হাই মাদ্রাসা-র পরিচালন সমিতির কিছু সদস্যের অভিযোগ, দীর্ঘ দিন ধরে দুর্নীতির কারণে ওই মাদ্রাসায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। তাঁরা জানান, ছাত্রীদের পোশাক তৈরির টাকা অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের জন্য যে টাকা আসার কথা, তাও মাদ্রাসায় আসেনি। মূলত প্রধান শিক্ষিকা এবং সমিতির অন্য কিছু সদস্যের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি। অভিযোগ, প্রধান শিক্ষিকা গত আট মাস ধরে মাদ্রাসায় আসছেন না। শিক্ষক কম থাকায় মাঝে মাঝেই পঠনপাঠন বন্ধ রাখতে হচ্ছে। দীর্ঘ দিন ধরে এই অবস্থা চলতে থাকায় শেষ পর্যন্ত অভিভাবকদের সঙ্গে কথা বলে মাদ্রাসায় তালা ঝোলান তাঁরা।

পরিচালন সমিতির সদস্যদের একাংশ জানিয়েছেন, যত দিন না মাদ্রাসা উন্নয়নের জন্য পরিচালন সমিতি উদ্যোগী হবে তত দিন মাদ্রাসা বন্ধ রাখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement