জয়েন্টে ইঞ্জিনিয়ারিং-এর মেধা তালিকা

জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের সেরা তিন জনের শিরোপা গিয়েছে অর্ক, রক্তিম এবং সৌরদীপের ঝুলিতে। কোন স্কুলের আর কে কে এই শিরোপা পেলেন দেখুন নীচের তালিকায়।জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের সেরা তিন জনের শিরোপা গিয়েছে অর্ক, রক্তিম এবং সৌরদীপের ঝুলিতে। কোন স্কুলের আর কে কে এই শিরোপা পেলেন দেখুন নীচের তালিকায়।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ১৭:৫৮
Share:

Advertisement

র‌্যাঙ্ক

Advertisement

নাম

স্কুলের নাম

অর্ক চট্টপাধ্যায়

বিবেকানন্দ মিশন স্কুল

রক্তিম মিত্র

রামকৃষ্ণমিশন বিদ্যালয় নরেন্দ্রপুর

সৌরদীপ পোদ্দার

আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডরি

অসিতাভ সরকার

ডিএভি পাবলিক স্কুল

মুকুন্দ সুরেখা

দুন পাবলিক স্কুল

প্রাঞ্জল গিরি

সেন্ট টমাস চার্চ স্কুল

সিঞ্চনস্নিগ্ধ অধিকারী

আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল

রাহুল অগ্রবাল

বিড়লা হাইস্কুল

শুধাংশু রঞ্জন

দিল্লি পাবলিক স্কুল

১০

অরুণাভকুমার মণ্ডল

কানাইলাল বিদ্যামন্দির

১১

অঙ্কেশ গুপ্ত

লা মার্টিনিয়া ফর বয়েজ কলকাতা

১২

শ্রীজিত দত্ত

অ্যাডামাস ইন্টার্ন্যাশনাল স্কুল

১৩

ঈশ্বর গুপ্ত

ইভিনিং কলেজ

১৪

বিশাল গুপ্ত

মডার্ন ইন্টার্ন্যাশনাল স্কুল

১৫

সৌম্যদীপ দত্ত

ডন বস্কো স্কুল লিলুয়া

১৬

রাজীব কৃষ্ণ

ভারতীয় বিদ্যাভবন

১৭

অতুল জৈন

বিএসএন অ্যাকাডেমি

১৮

অনির্বান ভট্টাচার্য

বার্নপুর রিভার সাইড স্কুল

১৯

সৌম্য পাল

ডিএভি মডেল স্কুল

২০

অর্কাভ হাইত

সল্টলেক স্কুল ইংলিশ মিডিয়াম

২১

অর্কদীপ দাস

বর্ধমান মডেল স্কুল

২২

ধনঞ্জয় মন্ত্রী

সেন্ট জেভিয়ার্স কলিজিয়েট স্কুল

২৩

অরিজিত্ প্রামাণিক

ভবনস গঙ্গাবক্স কানড়িয়া বিদ্যামন্দির

২৪

অগ্নীশকুমার বেহরা

ডিএভি মডেল স্কুল

২৫

অতুল আনন্দ

বকশিষ স্প্রিংডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল

২৬

শরণ্যু চট্টপাধ্যায়

ভবনস গঙ্গাবক্স কানড়িয়া বিদ্যামন্দির

২৭

শ্রেয়া মিত্তল

সুশীলা বিড়লা গার্লস স্কুল

২৮

শুভম রাজগরিয়া

সেন্ট জেভিয়ার্স কলিজিয়েট স্কুল

২৯

সাগ্নিক ভট্টাচার্য

এপিজে স্কুল

৩০

জুনেইদ হাসান

ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন