সন্ত্রাসের আবহেই পুর-নির্বাচন সম্পন্ন

শেষ থেকেই শুরু হল পুরভোটের দ্বিতীয় পর্যায়। কলকাতা পুরভোট যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হল রাজ্যের বাকি ৯১টি পুরসভার ভোট। গত ১৮ এপ্রিল কলকাতায় ভোটপর্ব মিটে যাওয়ার পরে গিরিশ পার্ক এলাকায় গুলি খেয়েছিলেন কলকাতা পুলিশের এক সাব-ইনস্পেক্টর। আর শনিবার রাজ্যের বাকি ৯১টি পুরসভার ভোট শুরুই হল সেই গুলি দিয়ে। এ বার বর্ধমানের কাটোয়ায় গুলি খেলেন এক তৃণমূল কর্মী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৫ ১১:১৫
Share:

লম্বা লাইন মহিলা ভোটারদের। তাহেরপুরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

শেষ থেকেই শুরু হল পুরভোটের দ্বিতীয় পর্যায়।

Advertisement

কলকাতা পুরভোট যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হল রাজ্যের বাকি ৯১টি পুরসভার ভোট।

গত ১৮ এপ্রিল কলকাতায় ভোটপর্ব মিটে যাওয়ার পরে গিরিশ পার্ক এলাকায় গুলি খেয়েছিলেন কলকাতা পুলিশের এক সাব-ইনস্পেক্টর। আর শনিবার রাজ্যের বাকি ৯১টি পুরসভার ভোট শুরুই হল সেই গুলি দিয়ে। এ বার বর্ধমানের কাটোয়ায় গুলি খেলেন এক তৃণমূল কর্মী।

Advertisement

এ দিন ভোটপর্ব মিটে যাওয়ার পর নির্বাচন প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়। এমনকী, ভূমিকম্পের কথা বলে শাসক দল তৃণমূলও এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছে।

পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রক্ত ঝরল এ দিন সাতসকালে। এ দিন সকালে কাটোয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বুথের সামনেই খুন হলেন ইন্দ্রজিত্ সিংহ নামের ওই তৃণমূল কর্মী। তাঁকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। গুলিবিদ্ধ ইন্দ্রজিতকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।

ভোটগ্রহণ শুরু হওয়া থেকেই ব্যাপক বোমাবাজি শুরু হয় কাটোয়া শহরে। তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সাধারণ ভোটারদের মধ্যে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে কংগ্রেস। কাটোয়া ছাড়াও রাজ্যের একাধিক জায়গা থেকে গুলি, বুথ দখল, এমনকী প্রার্থীকে অপহরণের অভিযোগও উঠছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ আগের কলকাতা পুরসভার ভোটে কোনও অশান্তি দেখেননি। অথচ সে দিন বিস্তর অনিয়ম, বুথ দখল, রিগিংয়ের একাধিক অভিযোগ ওঠে। শুক্রবার মুখ্যমন্ত্রী ভবিষ্যত্‌বাণী করেন শনিবার রাজ্যের ৯১টি পুরসভার নির্বাচন শান্তিপূর্ণ হবে। তাঁর সেই ‘আশা’ নস্যাত্ করে সন্ত্রাসের আবহেই শুরু হয় নির্বাচন পর্ব। কাটোয়ার পাশাপাশি গুলি চলে টিটাগড়, উত্তর দমদম-সহ একাধিক জায়গায়।

এ দিন গুলি চলে টিটাগড়ে। ওই পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুথের সামনেই এক ভোটারকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দল বহিরাগত। গুলিটি তাঁর পায়ে লাগে। আহত ওই ব্যক্তিকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দিকে, উত্তর দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নবনগর রজনীকান্ত পাল স্কুলের সামনে সিপিএম নেতা গোবিন্দ পালকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী গুলি করে বলে অভিযোগ। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযোগ অস্বীকার করে শাসক দল।

জেলায় জেলায় ভোট-সন্ত্রাস

মধ্যমগ্রামে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম চার শিশু

কাটোয়ায় গুলিতে খুন তৃণমূলকর্মী, অভিযোগের তির কংগ্রেসের দিকে

টিটাগড়ে ভোটারকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ

চন্দ্রকোনায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাঁশবেড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গ্যাঞ্জেস জুট মিলের একটি বুথে নির্বাচন কমিশনের ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ওই একই ওয়ার্ডে বাম প্রার্থী প্রণব ঘোষকে গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

উলুবেড়িয়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে ভোটে অনিয়ম ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি। তৃণমূল প্রার্থী আকবর শেখকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।

বসিরহাটে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন