খাগড়াগড় কাণ্ডে এনআইএ-র জালে ধৃত আরও এক

খাগড়াগড় বিস্ফোরণের প্রায় ছয় মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম আব্দুল ওয়াহাব মোমিন ওরফে ওয়াহাব। করিমকে নিয়ে এখনও পর্যন্ত খাগড়াগড় কাণ্ডে গ্রেফতার করা হল মোট ১৮ জনকে। এখন আরও ১৫ জনের খোঁজ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ২০:২৬
Share:

খাগড়াগড় বিস্ফোরণের প্রায় ছয় মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম আব্দুল ওয়াহাব মোমিন ওরফে ওয়াহাব। করিমকে নিয়ে এখনও পর্যন্ত খাগড়াগড় কাণ্ডে গ্রেফতার করা হল মোট ১৮ জনকে। এখন আরও ১৫ জনের খোঁজ চলছে।

Advertisement

শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ থেকে তাকে ধরে এনআইএ।

আদতে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ এলাকার নমো চাচন্দার বাসিন্দা ওয়াহাব বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ গোয়েন্দাদের। ধৃতকে জেরা করে জঙ্গি চক্রের অন্যদেরও দ্রুত ধরা সম্ভব হবে বলে আশা গোয়েন্দাদের।

Advertisement

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় এক জন। ওই দিন ঘটনাস্থলে ছিল আরও তিন জন। তিন জনকেই গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তে নেমে একাধিক আইইডি এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement