সিপিআই নেতা পানসারের উপর হামলার ঘটনায় আটক পাঁচ

মহারাষ্ট্রের সিপিআই নেতা গোবিন্দ পানসারে ও তাঁর স্ত্রী উমার উপর হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার পাঁচ জনকে আটক করল পুলিশ। এ বিষয়ে ইতিমধ্যেই কোলাপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ২০ জনের একটি তদন্তকারী দল গঠন করে সাতারা ও সাঙ্গলিতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পানসারের উপর দেশি বন্দুক দিয়েই হামলা চালানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৪
Share:

এখানেই হামলা চালানো হয়। ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে পুলিশ। (ইনসেটে) গোবিন্দ পানেসর। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রের সিপিআই নেতা গোবিন্দ পানসারে ও তাঁর স্ত্রী উমার উপর হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার পাঁচ জনকে আটক করল পুলিশ। এ বিষয়ে ইতিমধ্যেই কোলাপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ২০ জনের একটি তদন্তকারী দল গঠন করে সাতারা ও সাঙ্গলিতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পানসারের উপর দেশি বন্দুক দিয়েই হামলা চালানো হয়েছে।

Advertisement

চিকিত্সকরা জানিয়েছেন, আট ঘণ্টা ধরে তিনটি অস্ত্রোপচার করা হয়েছে পানসারের শরীরে। তাঁর বুক ও হাত থেকে গুলি বের করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তবে এ দিন চিকিত্সকরা জানান, পানসারের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। অন্য দিকে, এই সিপিআআই নেতার স্ত্রী উমাদেবীরও অস্ত্রোপচার করা হয়। তবে, তাঁর অবস্থার অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

প্রতি দিনের মতোই সোমবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন প্রবীণ ওই সিপিআই নেতা। বাড়ি ফেরার পথে আচমকাই কয়েক জন বাইক আরোহী তাঁকে খুব কাছ থেকে গুলি চালায়। তিনটি গুলি লাগে তাঁর এবং একটি গুলি লাগে ওই নেতার স্ত্রী উমার শরীরে। পানসারের উপর হামলার পরই মহারাষ্ট্রের সব রাজনৈতিক দল এর বিরুদ্ধে সোচ্চার হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় দলগুলির পক্ষ থেকে। হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি জানান, হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশের ১০ জনকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

Advertisement

এ দিকে, পানসারের উপর এই হামলার তীব্র নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিজেপি পরিচালিত সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে শিবসেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন