তিলজলায় নাবালিকাকে ধর্ষণ

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কল সেন্টার কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার তিলজলা থানায় ওই নাবালিকার বাবা এই অভিযোগ করেন।অভিযোগ, আমির নামে এক যুবক ‘বার্থডে-পার্টি’-র নাম করে সোমবার রাতে তাঁর পনেরো বছরের মেয়েকে ডেকে নিয়ে যায় নিজের ঘরে। কিন্তু সেই সময়ে অভিযুক্ত যুবকের ঘরে অন্য কেউ ছিল না। এর পরে বেশি রাতে বাড়িতে ফিরে ওই নাবালিকা আমিরের কুকীর্তির কথা জানান পরিজনদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ১৫:২৭
Share:

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কল সেন্টার কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার তিলজলা থানায় ওই নাবালিকার বাবা এই অভিযোগ করেন।

Advertisement

অভিযোগ, আমির নামে এক যুবক ‘বার্থডে-পার্টি’-র নাম করে সোমবার রাতে তাঁর পনেরো বছরের মেয়েকে ডেকে নিয়ে যায় নিজের ঘরে। কিন্তু সেই সময়ে অভিযুক্ত যুবকের ঘরে অন্য কেউ ছিল না। এর পরে বেশি রাতে বাড়িতে ফিরে ওই নাবালিকা আমিরের কুকীর্তির কথা জানান পরিজনদের। নাবালিকার বাবা পুলিশকে জানান, আমির যখন ডাকতে আসে সেই সময়ে তাঁর মেয়ে বাড়িতে মায়ের সঙ্গে ছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত আমির তিলজলাতেই থাকে। তাঁর বয়স ২১ বছর। সে একটি কল সেন্টারে কাজ করে। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement