হাওড়ায় পেট্রোল পাম্প কর্মীদের উপর দুষ্কৃতী হামলা, লুঠ নগদ টাকা

অপহরণ করে এক বালককে খুনের ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার গোলাবাড়ি। গোলাবাড়ি থানার ঢিল ছোঁড়া দূরত্বে প্রকাশ্যে স্থানীয় দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে হামলা চালাল একটি পেট্রোল পাম্পে। অভিযোগ, পেট্রোল পাম্পের কর্মীদের মারধর করে রীতিমতো লুঠপাট চালানো হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ১৭:৪২
Share:

অপহরণ করে এক বালককে খুনের ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার গোলাবাড়ি। গোলাবাড়ি থানার ঢিল ছোঁড়া দূরত্বে প্রকাশ্যে স্থানীয় দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে হামলা চালাল একটি পেট্রোল পাম্পে। অভিযোগ, পেট্রোল পাম্পের কর্মীদের মারধর করে রীতিমতো লুঠপাট চালানো হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ। সিসিটিভি ফুটেজ দেখে এক জনকে গ্রেফতার করা হলেও এ দিন বিকেল পর্যন্ত বাকিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

কী ঘটেছিল?

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ১০ টা নাগাদ একটি বাইকে করে তিন জন যুবক ওই পেট্রোল পাম্পে আসে। বাইকে তেল ভরে। কিন্তু টাকা চাইলে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। তখনকার মতো তেলের টাকা মিটিয়ে বাইক নিয়ে চলে যায় তারা। তার ঠিক মিনিট কুড়ি পরে ১৪-১৫ জন ওই পেট্রোল পাম্পে এসে কর্মীদের উপরে চড়াও হয়। লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে বলে পুলিশকে জানিয়েছেন পাম্পের কর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন কর্মী। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পেট্রোল পাম্প কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই স্থানীয়। মারধরের পাশাপাশি পাম্পের অফিসে রাখা ২০ হাজার টাকা লুঠ করে চম্পট দেয় তারা। এই ঘটনার পর পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। সেই ফুটেজ দেখে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাজ্য পেট্রোলিয়াম ডিলার‌্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন। তাঁর অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। তুষারবাবু জানান, বিষয়টি নিয়ে মঙ্গলবার কর্মী-সমিতির বৈঠক করা হবে। সেখানে পেট্রোল পাম্পগুলির মালিক এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ার দাবি তোলা হবে। সেই দাবি না মানলে এক দিনের জন্য বজবজ ও মৌরিগ্রাম থেকে কোনও পাম্পের মালিক তেল তুলবেন না বলে স্থির করা হয়েছে। এই সিদ্ধান্ত যদি কার্যকর হলে যানবাহনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন