বাস থেকে নামতে গিয়ে জখম বৃদ্ধ, পথ অবরোধ

বাস থেকে নামতে গিয়ে পড়ে জখম হলেন এক বৃদ্ধ। বুধবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের ঘটনা। এর পরেই উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ জানিয়েছে, বছর পঁয়ষট্টির জখম ওই ব্যক্তির নাম রঞ্জিত মুখোপাধ্যায়। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৭
Share:

বাস থেকে নামতে গিয়ে পড়ে জখম হলেন এক বৃদ্ধ। বুধবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের ঘটনা। এর পরেই উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ জানিয়েছে, বছর পঁয়ষট্টির জখম ওই ব্যক্তির নাম রঞ্জিত মুখোপাধ্যায়। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোড-নিমতলা রুটের একটি মিনিবাস থেকে মোল্লাহাটি স্টপেজে নামতে গিয়ে রঞ্জিতবাবু পড়ে যান। বাসটি যাদবপুর থানার দিক থেকে দেশপ্রাণ শাসমল রোডের দিকে যাচ্ছিল। যাত্রীদের অভিযোগ, স্টপেজে বাস থামতেই প্রচণ্ড তাড়াহুড়ো শুরু করেন কন্ডাকটর। যাত্রীদের ঠিকমতো নামার সময় দেওয়া হয়নি। সেই সময়ে ভারসাম্য না রাখতে পেরে বাস থেকে পড়ে যান রঞ্জিতবাবু। তাঁর দুটি পায়েই চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বাস রেখে পালিয়ে যান চালক। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানোর দাবিতে পথ অবরোধ করে তারা। এর ফলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। বাসটিকে আটক করলেও চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন