সারদা মামলায় চার্জশিট দিতে তিন বছর, কোর্টে বলল ইডি

সারদা-কাণ্ডের আর্থিক কেলেঙ্কারি মামলার চার্জশিট আদালতে এখনই জমা দিতে পারবে না ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ওই চার্জশিট পেশ করতে তদন্তকারী সংস্থার তিন বছর লাগবে বলে শনিবার আদালতে জানালেন ইডি-র আইনজীবী। কেন্দ্রীয় ওই তদন্ত সংস্থার আইনজীবী অভিজিত্‌ ভদ্র এ দিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মহম্মদ মুমতাজ খানের আদালতে জানান, সুদীপ্ত সেনকে জেরা করে বেআইনি ভাবে টাকা পাচারে (মানি লন্ডারিং) যাঁদের নাম উঠে আসে তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ১৭:৪৪
Share:

সারদা-কাণ্ডের আর্থিক কেলেঙ্কারি মামলার চার্জশিট আদালতে এখনই জমা দিতে পারবে না ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ওই চার্জশিট পেশ করতে তদন্তকারী সংস্থার তিন বছর লাগবে বলে শনিবার আদালতে জানালেন ইডি-র আইনজীবী।

Advertisement

কেন্দ্রীয় ওই তদন্ত সংস্থার আইনজীবী অভিজিত্‌ ভদ্র এ দিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মহম্মদ মুমতাজ খানের আদালতে জানান, সুদীপ্ত সেনকে জেরা করে বেআইনি ভাবে টাকা পাচারে (মানি লন্ডারিং) যাঁদের নাম উঠে আসে তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বয়ানের সঙ্গে সুদীপ্ত সেনের বয়ান অনেকাংশে মিলে গিয়েছে। তার ভিত্তিত্তে ইডি আরও তদন্ত শুরু করেছে। এ দিন মুখ্য বিচারক ইডি-র আইনজীবীর কাছে জানতে চান, ওই মামলার চার্জশিট পেশ করতে কত দিন লাগবে। আইনজীবী জানান, ইডি-র হাতে তিন বছর সময় রয়েছে। তার মধ্যেই চার্জশিট জমা পড়বে। মুখ্য বিচারক এ দিন নির্দেশ দিয়েছেন, ইডি-র দায়ের করা এই মামলায় সুদীপ্ত সেনকে আগামী ২ মে পর্যন্ত জেল হেফাজতে রাখতে।

এ দিনই আলিপুর আদালতে জেল হেফাজত থেকে হাজির করানো হয়েছিল সারদা রিয়েলটি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহকে। বিচারক তাঁকে ফের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement