শিশুমৃত্যু ঘিরে পাশকুঁড়ার নার্সিংহোমে ভাঙচুর

শিশুমৃত্যুকে ঘিরে ভাঙচুর হল পাশকুঁড়ার এক নার্সিংহোমে। বাঁ-হাতে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে বছর পাঁচেকের শুভজিৎ কুইলাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করানোর পরই সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় শুভজিতের। নাসিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই মত্যু হয়েছে তাঁদের ছেলের— এমনটাই দাবি করতে থাকেন শিশুটির বাবা-মা। একই অভিযোগ করেন শিশুর আত্মীয়েরাও। অভিযোগ, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই নার্সিংহোমে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দা-সহ শিশুটির আত্মীয়েরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ১৭:২৫
Share:

নার্সিংহোমে ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা। —নিজস্ব চিত্র।

শিশুমৃত্যুকে ঘিরে ভাঙচুর হল পাশকুঁড়ার এক নার্সিংহোমে। বাঁ-হাতে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে বছর পাঁচেকের শুভজিৎ কুইলাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করানোর পরই সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় শুভজিতের। নাসিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই মত্যু হয়েছে তাঁদের ছেলের— এমনটাই দাবি করতে থাকেন শিশুটির বাবা-মা। একই অভিযোগ করেন শিশুর আত্মীয়েরাও। অভিযোগ, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই নার্সিংহোমে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দা-সহ শিশুটির আত্মীয়েরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুভজিতের বাড়ি কোলাঘাটের নারান পাকুড়িয়া গ্রামে। রবিবার জামাইষষ্ঠী উপলক্ষে বাবা-মার সঙ্গে তমলুকের কাকটিয়া বাজারে মামার বাড়িতে এসেছিল সে। সেখানেই খেলতে খেলতে পড়ে গিয়ে বাঁ-হাত ভেঙে যায় তার। প্রাথমিক চিকিৎসার পর তার হাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন স্থানীয় চিকিৎসক। এ দিন সেই অস্ত্রোপচারের জন্য পাশকুঁড়ায় নার্সিংহোমে নিয়ে আসা হয় শুভজিতকে। কিন্তু, অস্ত্রোপচারের আগেই ঘটে বিপত্তি। অ্যানাস্থেসিয়া দেওয়ার পরই মারা যায় সে।

শুভজিতের বাবা-মার অভিযোগ, জটিল অস্ত্রোপচার না হওয়া সত্ত্বেও কেবলমাত্র নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু হয়েছে তাঁদের সন্তানের। এর পর ওই চত্বরে উত্তেজনা ছড়ায়। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাশকুঁড়া থানার পুলিশ এসে উত্তেজিত জনতাকে সামলাতে ব্যাপক লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। ঘটনায় তিন জন বিক্ষোভকারী ও তিন জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন