গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ১৫:৩০
Share:

গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে উত্তর বন্দর থানার বৈষ্ণবদেবী ঘাটের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শামারু গোন (২৪)। তাঁর বাড়ি চিৎপুরের দিলার জং রোডে। এ দিন সকালে একাই স্নান করতে নেমেছিলেন তিনি। কিছু ক্ষণ পরে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্থানীয় লোকজন। পরে তার দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলেটি সাঁতার জানত না বলে জানতে পেরেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement