আটক জওয়ানকে ছাড়ার ইঙ্গিত পাকিস্তানের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৪ ১৮:১৩
Share:

অবশেষে আটক বিএসএফ জওয়ানকে মুক্তি দিতে রাজি হল পাকিস্তান। বুধবার জম্মুর আখনুর সেক্টরে টহল দেওয়ার সময়ে চেনাব নদীর স্রোতে ভেসে গিয়ে পাক সীমান্ত পেরিয়ে যান জওয়ান সত্যশীল যাদব। সীমান্তের ওপারে পাক ভূখণ্ডে তাঁকে উদ্ধার করে রেঞ্জার্স। সূত্রের খবর, শুক্রবার মুক্তি দেওয়া হবে ওই জওয়ানকে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, বুধবার ভোরে আখনুরের পরাগওয়াল-খোউর এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে চেনাব নদীর উপর রুটিন টহল দিচ্ছিল বিএসএফের একটি দল। হঠাত্ই যান্ত্রিক গোলযোগে বন্ধ হয়ে যায় তাঁদের মোটরবোট। আটকে যাওয়া জওয়ানদের উদ্ধার করতে কিছু ক্ষণের মধ্যেই পৌঁছে যায় উদ্ধারকারী দল। একে একে সবাইকে উদ্ধার করা হলেও নদীর স্রোতে ভেসে যান সত্যশীল। ভাসতে ভাসতে শিয়ালকোট সেক্টরের ৪০০ মিটার ভিতরে চলে যান তিনি। এর পরেই তত্পরতা শুরু হয় ভারতীয় শিবিরে। পাক রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়। তবে বৈঠকে ওই জওয়ানের মুক্তির বিষয়ে কোনও নিশ্চয়তা দেয়নি পাকিস্তান। রেঞ্জার্সের এক আধিকারিক বলেন, “লাহৌর থেকে ১৫০ কিলোমিটার দুরে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে ওই জওয়ান সীমান্ত পেরিয়েছেন তা জানার জন্য জেরা করা হচ্ছে।” বিষয়টি নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। অবশেষে এ দিন আটক সত্যশীলকে মুক্তি দেওয়া হবে জানাল পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন