উত্তরপ্রদেশে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ১৩

উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল ১৩ জনের। শনিবার রাতের ঘটনা। মৃতদের মধ্যে ছয় মহিলা এবং দু’টি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থেলে এনডিআরএফ-এর একটি দল পৌঁছে পুলিশের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৮
Share:

নির্মীয়মাণ সেই বাড়ি। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল ১৩ জনের। শনিবার রাতের ঘটনা। মৃতদের মধ্যে ছয় মহিলা এবং দু’টি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থেলে এনডিআরএফ-এর একটি দল পৌঁছে পুলিশের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চান্দৌলির পুলিশ সুপার মুনিরাজ জানিয়েছে, মৃতেরা সকলেই বাড়ির মালিক মহম্মদ কামারুদ্দিনের আত্মীয়। ঘটনার সময় এঁরা সকলেই বাড়ির একতলায় ঘুমোচ্ছিলেন।

Advertisement

মৃতদের পরিবারকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন জেলাশাসক এন কে সিংহ।

কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন