একশো দিনেই বদলেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জাপানে দাবি মোদীর

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৫
Share:

ছবি: পিটিআই।

তাঁর সরকার সবে মাত্র একশো দিন পার করেছে। এই একশো দিনেই ভারতের অর্থনৈতিক পরিস্থিতির যে পট পরিবর্তন হয়েছে তারও সাক্ষী গোটা দেশবাসী থেকে বাণিজ্যমহল। জিডিপি যেখানে ৫ থেকে ৫.৪ শতাংশের মধ্যে ঘোরাঘুরি করত, সেই জায়গা থেকে অর্থনীতিকে টেনে তুলে এনেছে তাঁরই সরকার। বর্তমানে জিডিপি দাঁড়িয়েছে ৫.৭ শতাংশে। জাপান সফরে গিয়ে সোমবার তাঁর ১০০ দিনের সরকারের সেই কৃতিত্বের কথাই শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তাঁর সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপরও জোর দিয়েছে। তাই তাঁর বিদেশ সফরের অন্যতম লক্ষ্য ভারতে আরও বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগে উত্সাহ দেওয়া। এ দিন জাপানের বিনিয়োগকারীদের পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে বিনিয়োগের জন্য আহ্বান জানান মোদী। এ বিষয়ে যাতে কোনও রকম বাধা সৃষ্টি না হয় সেই ব্যবস্থাও নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় ভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দফতরের তত্ত্বাবধানে একটি ‘স্পেশ্যাল ম্যানেজমেন্ট টিম’ গঠন করা হবে বলেও জানান তিনি। ওই দলে জাপান ও ভারতের প্রতিনিধিরা থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement