ইউনাইটেড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের পর এ বার কিংফিশার এয়ারলাইন্সকে ইচ্ছাকৃত ভাবে ধার বাকি ফেলে রাখা গ্রাহক (উইলফুল ডিফল্টার) হিসেবে চিহ্নিত করল ইউকো ব্যাঙ্কও। বিষয়টি নিয়ে বিজয় মাল্যর সংস্থাটিকে নোটিসও পাঠিয়েছে তারা। ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর জে কে গর্গ জানান, নোটিস পাঠানোর পর সংস্থাকে যত দ্রুত সম্ভব উত্তর দিতে বলা হয়েছে। তাদের বক্তব্যের উপরই নির্ভর করবে কেন বিমান সংস্থাটিকে ঋণখেলাপি ঘোষণা করা হবে না। যদিও ব্যাঙ্ক সূত্রে খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা।