ক্যারিবিয়ান বোর্ডের বিরুদ্ধে আইনি পথে বিসিসিআই, বাতিল দ্বিপাক্ষিক সিরিজ

মাঝ পথে সিরিজ ছেড়ে চলে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করল তারা। পাশাপাশি, বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে চলেছে বিসিসিআই। এ দিন ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দল তুলে নেওয়ায় বোর্ডের যে ক্ষতিপূরণ হয়েছে, সেটা না পাওয়া পর্যন্ত মামলা চালিয়ে যাওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ১৮:১৩
Share:

মাঝ পথে সিরিজ ছেড়ে চলে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করল তারা। পাশাপাশি, বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে চলেছে বিসিসিআই। এ দিন ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দল তুলে নেওয়ায় বোর্ডের যে ক্ষতিপূরণ হয়েছে, সেটা না পাওয়া পর্যন্ত মামলা চালিয়ে যাওয়া হবে।

Advertisement

গত সপ্তাহেই এক দিনের সিরিজে একটি ম্যাচ বাকি থাকতেই দল তুলে নেয় ক্যারিবিয়ান বোর্ড। খেলোয়াড়দের বকেয়া টাকা মেটানো নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলাকেই দল তুলে নেওয়ার কারণ হিসাবে দেখানো হয়। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ ছাড়াও একটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। এক দিনের সিরিজ শুরু হতেই ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের বকেয়া সংক্রান্ত সমস্যাটি সামনে আসে ভারতীয় বোর্ডের। বোর্ড সচিব সঞ্জয় পটেল জানিয়েছিলেন, ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যাটি মিটিয়ে নেওয়া হবে। ভারতীয় বোর্ডের এই আশ্বাসের পরেও ওয়েস্ট ইন্ডিজ দল তুলে নেওয়ায় রীতিমতো ‘ক্ষুব্ধ’ হয় বিসিসিআই। ক্যারিবিয়ান বোর্ডের এ রকম হঠকারী সিদ্ধান্ত প্রসঙ্গে গত শনিবার বোর্ড সচিব সঞ্জয় পটেল বলেন, “এই ধরনের সিদ্ধান্তে বিসিসিআই-এর প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইসিসি-র কাছে জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানাব।”

ওয়েস্ট ইন্ডিজের এ রকম সিদ্ধান্তে তড়িঘড়ি করে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি এক দিনের আয়োজন করে বিসিসিআই। এ রকম পরিস্থিতিতে শ্রীলঙ্কা বোর্ড বিসিসিআইয়ের অনুরোধ রাখায় তাদের ধন্যবাদও জানানো হয়। তাদের এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই-সহ সমস্ত স্পনসর এবং ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চায় ক্যারিবিয়ান বোর্ড।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন