কুর্দ যোদ্ধাদের সীমান্ত পার করার অনুমতি দিল তুরস্ক

অবশেষে কোবানের কুর্দদের লড়াইয়ে সাহায্য করল তুরস্ক। তবে প্রত্যক্ষ ভাবে নয়। ইরাকের কুর্দ পেশমেরগা যোদ্ধাদের তুরস্কের সীমান্ত পেরিয়ে কোবানেতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে সোমবার জানালেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুট কাভুসোগ্লু। যদিও এ বিষয়ে তিনি বিশদে কিছু জানাননি। পাশাপাশি মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, কোবানের কুর্দদের সাহায্য করতে অস্ত্র ফেলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ২০:০৬
Share:

বিপন্ন বাসভূমি কোবানে। তুরস্কের সীমান্ত থেকে দেখছেন কুর্দ শরণার্থীরা। ছবি: এএফপি

অবশেষে কোবানের কুর্দদের লড়াইয়ে সাহায্য করল তুরস্ক। তবে প্রত্যক্ষ ভাবে নয়। ইরাকের কুর্দ পেশমেরগা যোদ্ধাদের তুরস্কের সীমান্ত পেরিয়ে কোবানেতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে সোমবার জানালেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুট কাভুসোগ্লু। যদিও এ বিষয়ে তিনি বিশদে কিছু জানাননি। পাশাপাশি মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, কোবানের কুর্দদের সাহায্য করতে অস্ত্র ফেলা হয়েছে।

Advertisement

কোবানের কুর্দদের সাহায্য করতে তুরস্ক দীর্ঘ দিন ধরে নিমরাজি ছিল। তুর্কদের সঙ্গে কুর্দদের দীর্ঘ বিবাদ এর অন্যতম কারণ। তুরস্কের এই শীতল মনোভাবে তুরস্ক-সহ সারা বিশ্বজুড়ে কুর্দদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, বিক্ষোভ শুরু হয়। তুরস্কে সেই বিক্ষোভ দমন করতে গিয়ে বেশ কয়েক জন বিক্ষোভকারীর মৃত্যুও হয়। তুরস্কের এই আচরণে আমেরিকা-সহ পশ্চিমী বিশ্বের বেশ কিছু দেশ অসন্তুষ্ট ছিল। পশ্চিমী কূটনীতিকরা এই নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন। তার পরেও অনড় ছিল তুরস্ক। কুর্দদের সাহায্য করা দূর অস্ৎ, ইরাকের সীমান্ত ঘেঁষা কয়েকটি জায়গায় বোমবর্ষণ করে তুরস্কের বায়ুসেনা। এ বার কুর্দদের লড়াইয়ে সাহায্য করতে নিজেদের সীমান্ত পেরিয়ে পেশমেরগা যোদ্ধাদের প্রবেশের অনুমতি দিল তুরস্ক। যদিও এখনও মার্কিন বায়ুসেনাকে তুরস্কের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি তুরস্ক।

অন্য দিকে, কোবানে রক্ষা করতে বিমান আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা। মার্কিন সেনার তীব্র আক্রমণে ক্রমেই পিছু হটছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। একই সঙ্গে কোবানের কুর্দ যোদ্ধারাও প্রত্যাঘাত জোরদার করেছে। ফলে কোবানের উপকণ্ঠে বেশ কিছু জায়গা পুনর্দখল করতে সক্ষম হয় কুর্দরা। কোবানের কুর্দ মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি জানিয়েছে, তারা মার্কিন বায়ুসেনার ফেলা অস্ত্র পেয়েছে। কিন্তু এই অস্ত্র কোবানে রক্ষার পক্ষে যথেষ্ট নয়। তবে এই অস্ত্র যোদ্ধাদের মনোবল বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি পেশমেরগা যোদ্ধারা আসায় কোবানে রক্ষায় আইএস-এর বিরুদ্ধে আরও শক্তি প্রয়োগ করা সম্ভব হবে। কিন্তু ওয়াইপিজি সতর্ক করেছে খুব দ্রুত কোবানের লড়াই শেষ হবে না। সহজে আইএস জঙ্গিরা হাল ছাড়বে না বলে তাঁদের আশঙ্কা।

Advertisement

মার্কিন বায়ুসেনা সূত্রে খবর, এই অস্ত্রগুলি ইরাকের কুর্দ স্বায়ত্তশাসিত সরকারের কাছ থেকে পাওয়া। একটি সি-১৩০ মালবাহী বিমান থেকে কোবানেতে অস্ত্র ও ত্রাণসামগ্রী ফেলা হয়। যদিও এগুলি ভারী অস্ত্র নয় বলে মার্কিন সেনা জানিয়েছে। মাকির্ন প্রসিডেন্ট বারাক ওবামা এই অস্ত্র সরবরাহের বিষয়ে আগে থেকেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছিলেন। পাশাপাশি কোবানে রক্ষা করতে ওই অঞ্চলে ১৩৫ বার বিমান হানা চালানো হয়েছে বলেও মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে। এতে আইএস-এর আঘাত হানার ক্ষমতা কমলেও এখনও কোবানে বিপদন্মুক্ত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন