কালবৈশাখীর সতর্কবার্তা জারি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ১৮:২৫
Share:

হঠাত্ বৃষ্টি। সোমবার সন্ধ্যায় ধর্মতলায় দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি।

সোমবার সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। ওই সব এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এ দিন সন্ধ্যায় কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হয়। কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সন্ধে সাতটার মধ্যে দক্ষিণবঙ্গের আটটি জেলায় এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় রাত ন’টার মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন