খড়গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ১০:২৯
Share:

মুর্শিদাবাদের খড়গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্র-সহ দু’জনের। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে খড়গ্রাম থানার নগরের শান্তিপাড়া এলাকায় তাল কুড়োতে গিয়েছিল বছর সতেরোর আবু তালিব শেখ। সে স্থানীয় নগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। তার সঙ্গে ছিল বছর পঁচিশের জাহিদুল শেখ। মাঠের মধ্যে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। তা তাদের নজরে আসেনি। সেচের কাজে ব্যবহৃত পাম্পসেটে অস্থায়ী সংযোগের জন্য ওই তার মাঠের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কোনও ভাবে তা ছিঁড়ে যায়। তাল কুড়োনোর সময় অসতর্ক ভাবে সেই ৪৪০ ভোল্টের বিদ্যুতবাহী তারে হাত লেগে যায় আবুর। বিদ্যুত্স্পৃষ্ট হয় ওই ছাত্র। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন জাহিদুলও। তাদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন