চলছে আগুন নেভানোর কাজ। ছবি: রণজিত্ নন্দী।
বিবাদী বাগের অফিসপাড়ার বহুতল গিল্যান্ডার হাউসে শনিবার সকালে আগুন লাগে। দমকলের ছ’টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা ১১টা নাগাদ ওই বহুতলের তিন তলার একটি অফিস ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। নেতাজি সুভাষ রোডের ঘিঞ্জি এলাকায় ওই বহুতলের আশেপাশে অনেক অফিস রয়েছে। তড়িঘড়ি দমকলে খবর দেন ওই বহুতলেরই এক নিরাপত্তাকর্মী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অফিসচত্বর ফাঁকা করে দেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।
ফলস সিলিং-এ শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন দমকলকর্মীরা। সিলিং-এর উপর প্রচুর পুরনো ফাইলপত্র জমা করে রাখা ছিল। তা থেকে খুব তাড়তাড়ি আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক জন দমকলকর্মী।