গলায়-পিঠে ক্ষত, বালিতে উদ্ধার যুবকের দেহ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ১৯:১১
Share:

ভোরবেলা এক ইমারতি দ্রব্যের গুদামের ভিতরে মুখে বালি চাপা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে চমকে গিয়েছিলেন এলাকাবাসীরা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে বালি সরাতেই দেখে মৃত ওই যুবকের গলায় চারটি ও পিঠে একটি গভীর ক্ষত। চারিদিকে ছড়িয়ে রক্ত। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালির আনন্দ নগরে। পুলিশ জানায়, রবি গুহ (২৯) নামে মৃত ওই যুবক পেশায় রিকশা চালক।

Advertisement

পুলিশ জেনেছে, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিতেন রবি। এ নিয়েই শুক্রবার কারও সঙ্গে তাঁর বচসা হয় বলে ধারণা পুলিশের। এমনকী রবির স্ত্রী শুক্লা পুলিশে অভিযোগ করেন, কয়েক দিন আগে মামা নামে পরিচিত এক ব্যক্তি রবির কাছে ধারের টাকা ফেরত চান। তিনি রবিকে প্রাণে মারার হুমকিও দেন।

পুলিশ জানায়, রবির দেহ যেখান থেকে মেলে, তার কিছু দূরেই তালা লাগানো অবস্থায় তাঁর রিকশাটি ছিল। তার চাবি ছিল রবির পকেটেই। আর রবির পাশ থেকে মেলে পেরেক লাগানো একটি কাঠের বাটাম। তবে পুলিশের ধারণা, ওই কাঠের ঘায়ে মৃত্যু হওয়া অসম্ভব। মৃত্যু সুনিশ্চিত করতেই হয়তো তাঁকে বালি চাপা দেওয়া হয়। রবির মা মিতা গুহ পুলিশে অভিযোগ করেন, শুক্লা ও তাঁর মা রবির উপর নানা ভাবে অত্যাচার করত। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement