চলছে উদ্ধারকার্য। ছবি: এএফপি।
চিনের ইউনান প্রদেশের ঝাওতং শহরে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৮। এর মধ্যে শুধুমাত্র লুডিয়ান কাউন্টিতেই মারা গিয়েছেন ৩১৯ জন। কিয়াওজিয়া কাউন্টিতে মারা গিয়েছেন ৬৬ জন। কুইজিং শহরে আহত হয়েছেন এক হাজার ৮০১ জন। ধ্বংসস্তূপের ভিতরে আটকে রয়েছে বহু দেহ। এর ফলে মৃ্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে চারটে নাগাদ ভূমিকম্পে হঠাৎই কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের ঝাওতং শহর এবং সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ঝাওতং শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লংতৌসান। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। খেলনা বাড়ির মতো ভেঙে পড়ে কয়েক হাজার ঘর-বাড়ি, অফিস, দোকানপাট।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গুঁড়িয়ে গিয়েছে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি। ক্ষতি হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার বাড়ির। বিধ্বংসী এই ভূমিকম্পের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দশ লাখের বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লুডিয়ান কাউন্টি। ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দু’ লাখ ৩০ হাজার মানুষকে।
সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, হতাহতের সংখ্যা কমাতে, ক্ষতিগ্রস্তদের প্রাণ বাঁচাতে এবং উদ্ধারকার্য সঠিক ভাবে চালাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্ধারকার্য তদারক করতে ঘটনাস্থলে পৌঁছেছেন চিনের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য, পানীয় জল, জামাকাপড়ের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় সাত হাজার উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, ফোল্ডিং খাট ছাড়া কম্বল, জামাকাপড়ও পাঠানো হয়েছে। যদিও প্রতিকূল আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।