চলন্ত বাসে উঠতে গিয়ে আহত যুবকের মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ১৬:৫৮
Share:

চলন্ত বাসে ওঠার সময় রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়েছিলেন এক যুবক। ঘটনাটি ঘটে, শনিবার রাত ন’টা নাগাদ হাজরা মোড়ে। ঘটনার পরেই গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতের নাম অঙ্কিত ভটসল (২৮)। বাড়ি ঝাড়খণ্ডে। কলকাতার একটি গাড়ির শো-রুমে কাজ করতেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে হাজরা মোড় থেকে ৮০ নম্বর রুটের একটি চলন্ত বাসে উঠছিলেন তিনি। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান অঙ্কিত। তখনই বাসের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়। ঘটনার সময় সেখানে থাকা কর্তব্যরত পুলিশ কর্মী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার পর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থায় অবনতি হতে শুরু করে। সোমবার সকাল আটটা নাগাদ সেখানেই মৃত্যু হয় অঙ্কিতের। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডে অঙ্কিতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন