জাহাজ দুর্ঘটনায় তদন্ত কমিশন গঠন নৌসেনার

বিশাখাপত্তনমে জাহাজ দুর্ঘটনায় তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করলেন নৌসেনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিশাখাপত্তনমের কাছে মহড়া চলাকালীন ডুবে যায় একটি টর্পেডো রিকভারি ভেসেল। মৃত্যু হয় এক সেনা কর্মীর। নিখোঁজ চার কর্মীর জন্য তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে চার দিনের সিসিলি সফর কাটছাঁট করে শুক্রবারই দেশে ফিরছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল রবিন কুমার ধবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ১২:৩৪
Share:

ছবি: এএফপি।

বিশাখাপত্তনমে জাহাজ দুর্ঘটনায় তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করলেন নৌসেনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিশাখাপত্তনমের কাছে মহড়া চলাকালীন ডুবে যায় একটি টর্পেডো রিকভারি ভেসেল। মৃত্যু হয় এক সেনা কর্মীর। নিখোঁজ চার কর্মীর জন্য তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে চার দিনের সিসিলি সফর কাটছাঁট করে শুক্রবারই দেশে ফিরছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল রবিন কুমার ধবন।

Advertisement

নৌবাহিনীর বিভিন্ন জাহাজে বার বার দুর্ঘটনা ঘটায় যথেষ্ট বিব্রত সেনা কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আগুন লাগে আইএনএস সিন্ধুরত্ন নামে একটি ডুবোজাহাজে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক এই ডুবোজাহাজে আগুন লাগায় মৃত্যু হয় দুই সেনা কর্মীর। বড়সড় ক্ষতি হয় ডুবোজাহাজটির। দুর্ঘটনার পরই পদত্যাগ করেন তত্কালীন নৌসেনা প্রধান অ্যাডমিরাল ডি কে জোশী। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মুম্বইয়ের মাজাগাঁও ডকে নির্মীয়মাণ কলকাতা ক্লাসের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘আইএনএস-কলকাতা’য় গ্যাস লিক করে মৃত্যু হয় এক নৌসেনা অফিসারের। এর দু’মাসের মাথায় মুম্বই ডকে দাঁড়িয়ে থাকা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস-গঙ্গায় আগুন লাগে। অক্টোবর মাসে বিশাখাপত্তনমেই একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় আইএনএস কোরা।

সূত্রের খবর, এই নিয়ে শেষ এক বছরে প্রায় এক ডজন দুর্ঘটনা ঘটল নৌবাহিনীর বিভিন্ন জাহাজে। তালিকায় শেষতম সংযোজন টর্পেডো রিকভারি ভেসেল এ-৭২। গোয়ায় তৈরি হয়ে ১৯৮৩ সালে নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয় ৩১ বছরের পুরনো এই ভেসেল। নৌবাহিনী সূত্রে খবর, তদন্তের জন্য গঠিত কমিশন এ-৭২-এর দুর্ঘটনার তদন্তের পাশাপাশি বার বার ঘটা বিভিন্ন দুর্ঘটনারও তদন্ত করবে। জাহাজগুলির সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা-ও খতিয়ে দেখবে এই কমিশন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন