জমি বিল নিয়ে সরকারের তীব্র সমালোচনায় শিবসেনা

জমি বিল নিয়ে বৃহস্পতিবার বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপির দীর্ঘ দিনের বন্ধু শিবসেনা। কেন্দ্রের পাশাপাশি মহারাষ্ট্রেও সরকারের শরিক দুই দল। জমি বিল নিয়ে তাদের সরাসরি আক্রমণে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। এ দিন দলীয় মুখপত্র ‘সামনা’য় শিবসেনা অভিযোগ করে, জমি বিলের নামে কৃষকদের চরম ক্ষতি করছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৩
Share:

জমি বিল নিয়ে বৃহস্পতিবার বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপির দীর্ঘ দিনের বন্ধু শিবসেনা। কেন্দ্রের পাশাপাশি মহারাষ্ট্রেও সরকারের শরিক দুই দল। জমি বিল নিয়ে তাদের সরাসরি আক্রমণে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

এ দিন দলীয় মুখপত্র ‘সামনা’য় শিবসেনা অভিযোগ করে, জমি বিলের নামে কৃষকদের চরম ক্ষতি করছে কেন্দ্র। বিলটিকে ‘অত্যন্ত কঠোর ও নির্মম’ আখ্যা দিয়ে সামনা-য় দাবি করা হয়েছে, বিলটি আটকাতে সর্বশক্তি প্রয়োগ করবে সেনা। এ বিষয়ে অণ্ণার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, বিল এনে কৃষকদের এত দিনের এই লড়াইকেও অপমান করা হচ্ছে।

সামনা-র সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “বিল পাস করানোর জন্য সরকার অর্ডিন্যান্স এনে সবাইকে চমকে দিতে চেয়েছে। যে কোনও মূল্যে বিলের বিরোধিতা করবে শিবসেনা। ঋণের বোঝায় কৃষকদের অবস্থা এমনিতেই খারাপ। এই বিল বাস্তবায়িত হলে কর্পোরেটের থাবা থেকে কোনও দিনই কৃষকদের বাঁচানো যাবে না। ক্ষমতায় থাকার জন্য এই পাপ করতে পারি না আমরা।”

Advertisement

কৃষকদের বিলের খারাপ দিকগুলি বোঝাতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন সেনা সভাপতি উদ্ধব ঠাকরে। “মানুষ জানুক বিল নিয়ে আমাদের অবস্থান কী। আমরা কৃষকদের পাশে আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।”— দাবি উদ্ধবের। এ বিষয়ে যে মাথা নোয়ানোর কোনও প্রশ্নই নেই তা-ও জানানো হয়েছে দলের তরফে।

জমি বিল নিয়ে বিরোধীদের কঠোর অবস্থান ছিলই। আগেই সুর চড়িয়েছিল অকালি দল, লোক জনশক্তি পার্টির মতো সরকারের শরিক দলগুলি। আর এ বার মুখ খুলল শিবসেনা। ফলে বিরোধীদের সঙ্গে ‘বন্ধু’দের আক্রমণও এ বার সামলাতে হচ্ছে মোদী সরকারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন