দেশপ্রেম দিবস ঘোষণা করুন, মোদীকে ফব

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ২১:০৬
Share:

অতীতের মতো এ বারও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করল তাঁর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক। নেতাজির পরিবারের তৃণমূল সাংসদ সুগত বসু ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের ওই ভাবনার বিরোধিতা করেছেন। একই সুরে ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস সোমবার বলেছেন, নেতাজি ভারতরত্ন পুরস্কারের অনেক ঊর্ধ্বে। এর মধ্যে এমন অনেককে ওই পুরস্কার দেওয়া হয়েছে এবং এ বারও যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে নেতাজিকে এক বন্ধনীতে ফেলা যায় না। দেবব্রতবাবুর দাবি, একান্তই নেতাজিকে ভারতরত্নে ভূষিত করতে হলে মোহনদাস গাঁধীর মতো কারও সঙ্গে একযোগে তাঁকে সম্মান দেওয়া হোক। ফব-র দাবি, এ সব না-করে নেতাজিকে যোগ্য সম্মান দিতে চাইলে কেন্দ্রীয় সরকার বরং তাঁর অন্তর্ধান রহস্য সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনুক এবং ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করুক। দেবব্রতবাবুর কথায়, “১৫ অগস্টের ভাষণে প্রধানমন্ত্রী মোদী যদি নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস ঘোষণা করেন, তার চেয়ে ভাল তো আর কিছু হয় না!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন