দমদমে স্ত্রীর অপমৃত্যু, আত্মহত্যার চেষ্টা স্বামীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৪ ১৮:২০
Share:

দমদমে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জখম অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দমদম থানার পশ্চিম রবীন্দ্রনগরের কাঠপোল এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম অঞ্জলি সাহা (৪৮)। তাঁর স্বামী কার্তিক সাহাকে দমদম পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, “এই ঘটনায় তাঁর অসুস্থ স্বামীকে আরও জেরা করার প্রয়োজন। ওই মহিলার দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।” যদিও পরে পুলিশ কার্তিকবাবুকে গ্রেফতার করেছে। আত্মহত্যার ঘটনা সম্পূর্ণ সাজানো বলে দাবি পুলিশের।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কার্তিকবাবুর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন। দরজা ভেঙে ভিতরে ঢুকে অঞ্জলিদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পাশেই বিছানার উপর পড়ে ছিলেন কার্তিকবাবু। দীর্ঘ দিন ধরেই তাঁদের দু’জনের মধ্যে নানা কারণে অশান্তি চলছিল বলে জানান এলাকার লোকজন। তাঁর পরিবার সূত্রে খবর, কার্তিকবাবুর আগে শাড়ির ব্যবসা ছিল। কিন্তু বর্তমানে তিনি কিছুই করতেন না। অঞ্জলিদেবীর এক আত্মীয়া কণিকা পালের কথায়, এই ঘটনার বেশ কিছু দিন আগে কার্তিকবাবু তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার কথা বলেন। তারপরেই এই ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement