নিখোঁজ রহস্যের জট খুলবে কি, সংশয়ে মালয়েশীয় প্রশাসনই

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ১৮:৫৪
Share:

মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৭৭-২০০ ইআর-এর নিখোঁজের প্রকৃত কারণ কোনও দিন জানা নাও যেতে পারে। বুধবার এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর। তিনি জানান, এমনও হতে পারে এই তদন্ত চলতেই থাকবে। আবার কোনও কারণ জানা গেলে সেটিই নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ কি না তাও নিঃসন্দেহে বলা সম্ভব নয় বলে তিনি জানান।

Advertisement

এ দিকে নিখোঁজ বিমানের পাইলট ও অন্য বিমানকর্মীদের ফৌজদারি তদন্তের আওতায় আনল মালয়েশীয় প্রশাসন। আবু বকর জানান, নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শেষ হয়েছে। ছিনতাই, অন্তর্ঘাত, মানসিক ও পারিবারিক সমস্যা এই চারটি দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সদস্যদের মোট ১৭০টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাতে সন্দেহজনক কিছু মেলেনি বলে আবু বকর জানান।

যান্ত্রিক কারণে বিমানটি নিখোঁজ হওয়ার কারণ উড়িয়ে না দিলেও, মালয়েশীয় প্রশাসন মনে করছে বিমানটিকে ইচ্ছে করেই অন্য পথে নিয়ে যাওয়া হয়েছিল। বিমানটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃত ভাবেই। এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিমানের পাইলট ৫৩ বছরের জাহির আহমেদ শাহ এবং কো-পাইলট ২৭ বছরের ফারিক আবদুল হামিদ। যদিও এখনও পর্যন্ত এই দু’জনের সম্পর্কেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এফবিআই-এর সাহায্যে মালয়েশীয় প্রশাসন জাহিরের নিজস্ব ফ্লাইট সিম্যুলেটরের তথ্য খতিয়ে দেখেও কিছুই পায়নি।

Advertisement

অনুসন্ধান অভিযানের সমন্বয়ের দায়িত্বে থাকা ‘জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশন সেন্টার’ (জেএসিসি) জানিয়েছে, বুধবার দশটি বিমান ও ন’টি জাহাজ নিখোঁজ বিমানের সন্ধানে নেমেছে। এ দিন পারথ থেকে ১৫০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২ লক্ষ ২১ হাজার বর্গ কিলোমিটার এলাকায় খোঁজ চালানো হয়। অনুসন্ধান স্থলে পৌঁছেছে ব্রিটিশ সাবমেরিন ‘এইচএমএস টিয়ারলেস’। চলচ্চিত্র পরিচালক পিটার জ্যাকসনের ব্যক্তিগত বিমানও এই খোঁজে নেমেছে। তবে এখনও কিছুই মেলেনি। এ দিন অনুসন্ধান স্থলের আবহাওয়া মোটামুটি ভালই ছিল বলে জেএসিসি সূত্রে খবর। কিন্তু সব কিছু ঠিক থাকলে ব্ল্যাকবক্সটির আর মাত্র কয়েক দিন ক্ষীণ বার্তা পাঠানোর কথা। এর মধ্যে ব্ল্যাকবক্সটি পাওয়া না গেলে এই রহস্যের জট খোলা খুব কঠিন হয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন