পাক সেনার আক্রমণে হত ৩০ জঙ্গি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ১৬:৩৯
Share:

পাক সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩০ জঙ্গি। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায়। পাক সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া জানিয়েছেন, শনিবার ভোর পাঁচটা নাগাদ উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের হাসু খেল এলাকায় জঙ্গিদের তিনটি ডেরার উপর বিমান হামলা চালান পাক সেনারা। এই হামলায় মারা যায় ২০ জঙ্গি। অন্য দিকে পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার প্রদেশে জঙ্গিদের দু’টি ডেরায় পাক সেনাবাহিনী অতর্কিতে হামলা চালালে মারা যায় আরও দশ জঙ্গি। যদিও এই হামলায় কোনও সাধারণ মানুষের জীবনহানি ঘটেনি বলে জানিয়েছেন ওই সেনা মুখপাত্র।

Advertisement

গত ৮ জুন করাচি বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ১০ জঙ্গি-সহ মৃত্যু হয় ৩৭ জনের। তার পরই গত রবিবার থেকে পাকিস্তানের তালিবান জঙ্গি গোষ্ঠী (তেহরিক-ই-তালিবান পাকিস্তান)’র বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে পাক সেনারা। জোরদার এই হামলায় এখনও পর্যন্ত ২৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। নিরাপদ আশ্রয় সরানো হয়েছে অন্তত দু’ লাখ লোককে। সূত্রের খবর, রমজান শুরুর আগেই জঙ্গি দমন অভিযান শেষ করতে চাইছে সেনারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন