পাত্রপক্ষের কটূক্তি, বিয়ে ভেস্তে দিল কনে

রীতিমতো কাগজে বিজ্ঞাপন দেখে মঙ্গলবার বিয়ে হয় শ্রীরামপুরের মেয়েটির। পাত্র বিদেশে কর্মরত, সুশিক্ষিত। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তি ঘটল বিয়ের অনুষ্ঠান শেষে, ওই রাতেই। কনের গয়নার ওজন কম। বিয়ের পিঁড়িতে বসে শ্বশুড়বাড়ির লোকজনের নানা গুঞ্জন কানে আসছিল কনের। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁর পরিবারকেও নানা কটূক্তি করতে থাকে বরপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৯
Share:

রীতিমতো কাগজে বিজ্ঞাপন দেখে মঙ্গলবার বিয়ে হয় শ্রীরামপুরের মেয়েটির। পাত্র বিদেশে কর্মরত, সুশিক্ষিত। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তি ঘটল বিয়ের অনুষ্ঠান শেষে, ওই রাতেই। কনের গয়নার ওজন কম। বিয়ের পিঁড়িতে বসে শ্বশুড়বাড়ির লোকজনের নানা গুঞ্জন কানে আসছিল কনের। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁর পরিবারকেও নানা কটূক্তি করতে থাকে বরপক্ষ। শেষে সহ্য করতে না পেরে বুধবার ভোরে পুলিশের দ্বারস্থ হয় মেয়েটি। অভিযোগ, যৌতুক হিসেবে কিছুই নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল পাত্রপক্ষ। এর পর রেজিস্ট্রিও হয়ে যায়। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ আগে বরপক্ষ তাঁদের কাছ থেকে দেড় ভরি সোনার আংটি, তিন ভরি সোনার হার এবং সেগুন কাঠের খাট যৌতুক হিসেবে দাবি করে। কিন্তু পাত্রীপক্ষের তা দেওয়ার সামর্থ নেই বলে জানিয়ে দেওয়া হয়। এর পরে বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষ গয়না নিয়ে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। এ দিন মেয়েটি পুলিশের কাছে সমস্ত ঘটনা জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যে পরিবার বিয়ের দিনই এই রকম আচরণ করে তারা বিয়ের পরে কী করবে? আমি বিয়ে ভেঙে দিতে চাই।”

Advertisement

মেয়েটির পাশে দাঁড়িয়েছে পুলিশ। বিয়ে হয়ে গেলেও খালি হাতে বাড়ি ফেরে পাত্রপক্ষ। এ দিনই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হবে বলে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement