প্রতারণার দায়ে বরাহনগরে গ্রেফতার রেলকর্মী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৪ ১৬:১৬
Share:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। অন্যত্র বিয়ের আগেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বরূপ বাগচী। শনিবার দুপুরে বরাহনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বরাহনগরের বাসিন্দা বিশ্বরূপ রেলে চাকরি করেন। সোমবার তাঁর অন্য এক মহিলার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী মহিলা বিশ্বরূপের সহকর্মী। গত এপ্রিল মাসে যাদবপুরে একটি ফ্ল্যাট কিনেছিলেন বিশ্বরূপ। সেখানেই তাঁরা মাঝেমধ্যে একসঙ্গে থাকতেন। মাসখানেক আগে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। সম্প্রতি পূর্ব-পরিচিত অন্য এক মহিলার সঙ্গে বিশ্বরূপের বিয়ে ঠিক হয়েছে খবর পেয়েই তাঁর নামে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। এর পরেই পুলিশ বরাহনগরের বাড়ি থেকে বিশ্বরূপকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন