প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদ নেতা গিরিরাজ কিশোর

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ১৭:২০
Share:

প্রয়াত হলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা গিরিরাজ কিশোর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি শাখার মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, নয়াদিল্লির আর কে পুরমে পরিষদের সদর দফতরে সোমবার সকাল সওয়া ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে তিনি প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন।

Advertisement

গিরিরাজ কিশোরের জন্ম ১৯২০ সালে উত্তরপ্রদেশের এটাওয়া জেলায়। হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী গিরিরাজ মোরেনায় এক স্কুলশিক্ষক রূপে কর্মজীবন শুরু করেন। পরে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে। ১৯৮৩ সালে সংগঠনের হয়ে প্রথম ভারত মাতা যাত্রায় অংশ নেন। দীর্ঘ দিন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমৃত্যু সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। নব্বুইয়ের দশকে রাম জন্মভূমি আন্দোলনের সময়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন