ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ১৫:৪৬
Share:

বদায়ূঁ, এটাওয়া-র পর এ বার ধর্ষণের অভিযোগ উঠল মুজফফরনগরে। রবিবার রিওয়ালি গ্রামে এই ঘটনার শিকার সাত বছরের একটি মেয়ে। অভিযোগ, ওই দিন মাঠে খেলছিল সে। সেই সময় এলাকারই এক যুবক তাকে আমবাগানে নিয়ে যায়। সেখানে ওই যুবকের এক বন্ধুও ছিল। তারা দু’জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে ওই মাঠের ধারে ফেলে রেখে পালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করেন। মেয়েটি সমস্ত ঘটনা তার পরিবারকে জানানোর পর ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে মেহমুদ নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

একই দিনে ওই গ্রামের অন্য এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। তবে এ ক্ষেত্রে মেয়েটি রুখে দাঁড়ালে পালিয়ে যায় ওই যুবক। পুলিশ জানিয়েছে, সঞ্জীব নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement