ফের ভোট বয়কট অরুণাচলের সিসেনে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৪ ১৮:২০
Share:

রাজ্যের ৩৩টি বুথে পুনর্নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়লেও, ৯ এপ্রিলের মতো ১৯ এপ্রিলও ভোট দিলেন না অরুণাচলের পূর্ব সিয়াং জেলার সিসেন গ্রামের বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না-হওয়া পর্যন্ত গ্রামবাসীরা ভোট দেবেন না বলে ঘোষণা করেছে স্থানীয় পঞ্চায়েত।

Advertisement

এলাকায় অনুন্নয়নের প্রতিবাদে গ্রামবাসীরা ৯ এপ্রিলও ভোট বয়কট করেছিলেন। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সিসেনের যোগাযোগের একমাত্র মাধ্যম সিয়াং নদীর উপরে থাকা একটি সেতু। পাহাড়ি সড়ক থেকে দেড় ঘণ্টা হেঁটে সিসেন গ্রামে পৌঁছতে হয়।

গ্রাম প্রধান টি নোনাং জানান, ১৯৭৭ সাল থেকে ভোট দিলেও গ্রামের কোনও উন্নতি হয়নি। প্রধান সড়ক থেকে গ্রাম পর্যন্ত গাড়ি যাতায়াতের রাস্তা তৈরি না করা হলে গ্রামের মানুষ ভোট দেবেন না। ১৯ এপ্রিল ভোটকর্মীদের গ্রামে স্বাগত জানিয়ে, বুথ তৈরির জন্য সব রকম সাহায্য করলেও, দিনভর কেউ বুথে যাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন