ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাক সেনার গুলিতে জখম ২ বিএসএফ জওয়ান

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ১৪:০৪
Share:

আহত এক বিএসএফ জওয়ান। ছবি: পিটিআই।

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণের অভিযোগ উঠল পাক-সেনার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাকিস্তান সীমান্ত বরাবর জম্মুর আরনিয়া সাব সেক্টরে।

Advertisement

এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, আরনিয়া সাব সেক্টরে বিএসএফের সাতটি চৌকির উপর রবিবার রাত থেকে আচমকাই গুলিবর্ষণ এবং মর্টার নিয়ে হামলা চালায় পাক সেনারা। বিএসএফ জওয়ানরাও পাল্টা জবাব দেন। সোমবার ভোর ৬টা পর্যন্ত এই গুলিবর্ষণ চলে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জখম হন দুই বিএসএফ জওয়ান।

বিএসএফ সূত্রে খবর, রবিবার রাতে প্রথমে আরনিয়া সেক্টরে বিএসএফের তিনটি চৌকিতে গুলিবর্ষণ করে পাকিস্তান। তার পর সোমবার ভোরে বিএসএফের আরও চারটি চৌকিতে মর্টার হানা চালায় পাক-সেনারা। কোনও রকম প্ররোচনা ছাড়াই এই হামলা চলেছে বলে অভিযোগ।

Advertisement

বিদ্যুতকেন্দ্রের উদ্বোধন এবং সেনা জওয়ানদের সঙ্গে দেখা করতে মঙ্গলবারই লেহ এবং কার্গিলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ৪৮ ঘণ্টায় এই নিয়ে তৃতীয় বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনারা।

অন্য দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের ছোড়া গুলিতে তাদের দুই নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করল পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, সোমবার সকালে পাক-পঞ্জাবের চারওয়া সেক্টরের শিয়ালকোটে ভারতীয় সেনাদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন এক মহিলা-সহ তিন জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন