ফের রেড ব্যাঙ্ক শ্রমিকের মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ১৮:১৪
Share:

ফের উত্তরবঙ্গের বন্ধ চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হল। ডেনিয়াল ওঁরাও (৫২) নামে জলপাইগুড়ির রেড ব্যাঙ্ক চা বাগানের ওই শ্রমিক সোমবার ভোরে মারা যান। বন্ধ চা বাগান লাগোয়া শ্রমিক বস্তিতে থাকতেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে দীর্ঘ দিন ধরেই তিনি মানসিক ভাবে বিষাদগ্রস্ত ছিলেন। তবে ময়নাতদন্তের পরেই ডেনিয়ালের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান চিকিত্সকেরা।

Advertisement

গত ৭ জুলাই সানি তামাঙ্গ (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। সে সময় অভিযোগ উঠেছিল, বিনা চিকিত্সায় তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে ওই বাগানে গত এক সপ্তাহে তিন জনের এবং গত অক্টোবর থেকে ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্রমিক অসন্তোষের জেরে গত ২০০২ সাল বন্ধ হয়ে যায় রেড ব্যাঙ্ক চা বাগান। রাজ্য সরকার থেকে চা বাগানের শ্রমিকদের জন্য বিভিন্ন সময়ে ত্রাণের ব্যবস্থা করা হলেও তা যে সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বার বার জানিয়েছেন শ্রমিকেরা। গত ১৫ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেড ব্যাঙ্ক চা বাগান পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শ্রমমন্ত্রী মলয় ঘটক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। চা বাগান খোলার আশ্বাসও দেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন