বিজেপি সরকার গড়ুক বলিনি: শীলা

এ যেন একেবারে উলটপুরাণ। মাত্র দু’দিন আগে দিল্লিতে বিজেপিকে সরকার গড়তে দেওয়া উচিত বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। শনিবার তাঁর সেই মন্তব্য থেকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন শীলা। দু’দিন আগের করা মন্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমি কখনওই বলিনি দিল্লিতে সরকার গড়ুক বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৯
Share:

এ যেন একেবারে উলটপুরাণ। মাত্র দু’দিন আগে দিল্লিতে বিজেপিকে সরকার গড়তে দেওয়া উচিত বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। শনিবার তাঁর সেই মন্তব্য থেকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন শীলা। দু’দিন আগের করা মন্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমি কখনওই বলিনি দিল্লিতে সরকার গড়ুক বিজেপি। আমি বলতে চেয়েছি যথেষ্ট সংখ্যক বিধায়ক থাকলে তাদের সরকার গড়া উচিত।” বৃহস্পতিবার তিনি বলেন, “দিল্লিতে বিজেপি সরকার গড়তে চাইছে। আমি মনে করি, ওদের এক বার সুযোগ দেওয়া উচিত। কারণ বহু বিধায়কই নির্বাচন চাইছেন না।” প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সদস্যের তুলনায় বিজেপি-র শক্তি কিছুটা কম রয়েছে। কিন্তু ওদের সভাপতি থেকে শুরু করে দলের নেতারা যখন সরকার গঠনের কথা বলছেন, তখন নিশ্চয়ই দায়িত্বশীলতার সঙ্গে সেই দাবি করছেন।”

Advertisement

গত লোকসভা ভোটে প্রায় ২৬ হাজার ভোটে হেরেছিলেন দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা। এর পর তাঁকে কেরলের রাজ্যপাল করেছিল ইউপিএ। তবে কেন্দ্রে ক্ষমতার হাতবদলের পর সেই পদে ইস্তফা দেন তিনি। ভোটে হারার পর দিল্লির রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি। বিজেপি প্রসঙ্গে মন্তব্য করে তিনি ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন বলে দাবি করেছিলেন শীলা-বিরোধীরা। বিজেপি নিয়ে তাঁর মন্তব্যকে ‘ব্যক্তিগত’ বলে উড়িয়ে দেয় এআইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement