বাড়ছে না যাত্রীভাড়া, জনমোহিনী পথেই রেল বাজেট

সংসদে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এটাই নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট। ফলে, গোটা দেশের নজর ছিল সেই দিকে। এ বারে বাড়ছে না রেলভাড়া। ঘোষণা হল না নতুন ট্রেনেরও। পরিবর্তে জোর দেওয়া হল যাত্রী স্বাচ্ছন্দ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০
Share:

রেল বাজেট পেশ করছেন সুরেশ প্রভু। ছবি: টুইটার।

সংসদে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এটাই নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট। ফলে, গোটা দেশের নজর ছিল সেই দিকে। এ বারে বাড়ছে না রেলভাড়া। ঘোষণা হল না নতুন ট্রেনেরও। পরিবর্তে জোর দেওয়া হল যাত্রী স্বাচ্ছন্দ্যে। বাজেটে রেলমন্ত্রী যা ঘোষণা করলেন তা এক নজরে—

Advertisement

• বাড়ছে না যাত্রীভাড়া।

Advertisement

• নতুন কোনও ট্রেনের ঘোষণা হল না।

• চার মাস আগে কাটা যাবে ট্রেনের টিকিট।

• প্রবীণদের জন্য অনলাইনে হুইল চেয়ার বুকিংয়ের ব্যবস্থা।

• অনলাইন বুকিংয়ের মাধ্যমে আইআরসিটিসি-র খাবার অর্ডার দেওয়া যাবে।

• বেস কিচেন বানিয়ে খাবারের মান বাড়ানোর প্রস্তাব।

• পেপারলেস টিকিট ব্যবস্থার দিকে জোর।

• ট্রেনের ১৭ হাজার শৌচালয়কে জৈব শৌচালয়ে পরিবর্তিত করা হবে।

• পণ্য পরিষেবা বাড়াতে জোর। এক কোটি টন থেকে বাড়িয়ে দেড় কোটি টন করার প্রস্তাব।

• ৯ হাজার চারশো কিলোমিটার সিঙ্গল লাইনকে ডাবল লাইন এবং ট্রিপল লাইন করার প্রস্তাব।

• দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা শাখায় ট্রেনের গতি বাড়ানোয় জোর।

• টিকিট বুকিং কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে।

• ব্যয় সঙ্কোচের প্রস্তাব।

• বিনিয়োগ বাড়াতে জোর। সাড়ে আটশো লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব।

• পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্ব। ‘স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত’ প্রকল্পের প্রস্তাব।

• চারশোটি স্টেশনে ওয়াই ফাই।

• যাত্রীদের অভিযোগ নথিভুক্ত করতে হেল্পলাইন নম্বর ১৩৮ চালুর প্রস্তাব।

• নিরাপত্তা বিষয়ক সমস্যার জন্য হেল্পলাইন ১৮২ চালুর প্রস্তাব।

• নিরাপত্তা বিষয়ক অভিযোগ জানানোর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রস্তাব।

• কিছু ট্রেনের মহিলা কামরায় সিসিটিভি লাগানোর প্রস্তাব।

• মাল্টি মোড ট্রান্সপোর্টের জন্য টার্মিনালের প্রস্তাব।

• যে কোনও সময়ে ট্রেনের অবস্থান জানার জন্য এসএমএস অ্যালার্টের ব্যবস্থা।

• আরও ১৫২টি স্টেশনে মোবাইল চার্জিংয়ের সুবিধা।

• ধাপে ধাপে রক্ষীবিহীন লেভেল ক্রশিং তুলে দিয়ে ওভারব্রিজ অথবা আন্ডারপাস করার প্রস্তাব। ৩৩৪৮টি ক্ষেত্রে এই ব্যবস্থা চালুর প্রস্তাব। এই খাতে ৬ হাজার পাঁচশো কোটি টাকা ধার্য করা হয়েছে।

• যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ৬৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব।

• দশটি বড় শহরে স্যাটেলাইট টার্মিনালের প্রস্তাব।

• রেলের বহনক্ষমতা বাড়ানোর চিন্তা। যাত্রী সংখ্যা দশ শতাংশ বাড়ানোয় জোর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন