বিমা বিলের বিরোধিতায় ধর্মঘটের পথে দেশের শ্রমিক সংগঠনগুলি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ১৮:০১
Share:

বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রতিবাদে শেষ পর্যন্ত ধর্মঘটের রাস্তাই বেছে নিল দেশের শ্রমিক সংগঠনগুলি।

Advertisement

সোমবার রাজ্যসভায় এই বিল পেশ করবে মোদী সরকার। বিমায় ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগের ঘোষণার পরেই একজোট হয়ে এর বিরোধিতায় সরব হয় বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী দলের মতো ১১টি দল। সিপিআই সাংসদ গুরুদাশ দাশগুপ্ত জানান, দেশ জুড়ে বিমাক্ষেত্রে কর্মরত ১ লাখেরও বেশি কর্মচারী সোমবার সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে সামিল হবেন। তাঁর দাবি, এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে না। বরং এর ফলে আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হবে।

এই আবহে সোমবার রাজ্যসভায় এই বিল পাশ করতে বেগ পেতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, বিল পাশ করতে রাজ্যসভার ২৪২টি আসনের মধ্যে অন্তত ১২২ জন সাংসদের সমর্থন প্রয়োজন সরকারের। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় এর ফলে যথেষ্ট চিন্তায় পড়েছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন