বীরভূমে অসুস্থ হয়ে মৃত্যু এক ভোটকর্মীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুরারই শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ১৬:১৮
Share:

ভোটের কাজে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ভোট কর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে। মৃতের নাম নান্টু মণ্ডল(৫৫)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কলেজপাড়ায়। তিনি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিপোর কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, গত ২৫ এপ্রিল মালদহ থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটের কাজে আসেন নান্টুবাবু। আধাসামরিক বাহিনীর সঙ্গে তিনি থাকছিলেন মুরারই থানার কনকপুর হাইস্কুলে। এ দিন সকালে অসুস্থ বোধ করায় জওয়ানরা তাঁকে মুরারই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।

Advertisement

নান্টুবাবুর মৃত্যুর খবর প্রথমে সিউড়ির উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার ডিপোতে জানানো হয়। খবর দেওয়া হয় তাঁর আত্মীয়দেরও। নান্টুবাবুর এক মেয়ে। মেয়ের বিয়ের পর স্ত্রীকে নিয়ে রায়গঞ্জেই থাকতেন তিনি। শ্বশুরের মৃত্যু সংবাদ পেয়েই এ দিন মুরারই পৌঁছন তাঁর জামাই পাপ্পু কুণ্ডু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন