বাংলাদেশে লঞ্চডুবিতে ১১৮ জনের মৃত্যুর আশঙ্কা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ১৬:০৮
Share:

বাংলাদেশের মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় অন্তত ১১৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে মাইলখানেক দূরে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

সোমবার স্রোতের টানে পদ্মা নদীতে তলিয়ে যায় যাত্রিবোঝাই লঞ্চ ‘মিনাক-৬’। লঞ্চটিতে আড়াইশোরও বেশি যাত্রী ছিলেন। নৌসেনার সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজে নামে দমকল ও উপকূলরক্ষী বাহিনী। মুন্সিগঞ্জের এই দুর্ঘটনায় শতাধিক যাত্রীকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ১১৮ জন যাত্রী। গতকাল দুই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ যাত্রীদের সবাই নদীতে ডুবে মারা গিয়েছেন। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে তত্পরতার খামতি রয়েছে, এই অভিযোগে এ দিন নদীর তীরবর্তী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান নিখোঁজদের আত্মীয়েরা। নদীর ৯০ ফুটে নীচে প্রায় একশো টনের লঞ্চটিকে চিহ্নিত করা যে সহজ কাজ নয়, তা জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন