বড়বাজারে বহুতলে আগুন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ১০:৫০
Share:

এই বর্জ্য থেকেই আগুন ছড়ায় প্লাস্টিকের গুদামে। ছবি:সুদীপ্ত ভৌমিক।

বড়বাজারে একটি বহুতলে আগুন লাগে। দমকল সূত্রে খবর, শনিবার সকাল ৭টা ২৫ নাগাদ ক্যানিং স্ট্রিট এলাকায় ওই বহুতলের তিন তলায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। পাঁচটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ জানায়, এ দিন সকালে বন্ধ থাকা ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার মানুষজন। খবর পেয়ে প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পরে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। দমকল সূত্রে খবর, পুরো তলটি ধোঁয়ায় ভরে থাকায় আতঙ্ক ছড়ায় বহুলের বাসিন্দাদের মধ্যে। প্রথমে মেশিনের সাহায্যে ধোঁয়া বের করেন তাঁরা। পরে আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলের এক আধিকারিকের কথায়, ওই তলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা করে রাখা ছিল। ওই দাহ্য পদার্থ থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

স্থানীয় সূত্রের খবর, ওই বহুতলে বেশ কয়েকটি দোকান রয়েছে। কিছু দিন আগে সেখানে বৈদ্যুতিন মেরামতির কাজও হয়েছিল। তারপরেও কী ভাবে এ দিন আগুন লাগল তা খতিয়ে দেখার কাজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement