ভেঙে পড়ল সেতু, বর্ধমান-কাটোয়া যান চলাচল ব্যাহত

সাত সকালে পাথরবোঝাই একটি দশ চাকার ডাম্পার সেতু ভেঙে পড়ে গেল নদীতে। সোমবার ঘটনাটি ঘটে বর্ধমান থেকে ১৫ কিলোমিটার দূরে বর্ধমান-কাটোয়া রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারটি বীরভূম থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল। পথে খড়ি নদীর উপর নর্জা সেতুতে উঠতেই তার একাংশ ভেঙে ডাম্পারটি নীচে পড়ে যায়। চালক ও খালাসি কোনওরকমে রক্ষা পেয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ১২:৩৪
Share:

ভেঙে পড়া সেতু ও ডাম্পার।—নিজস্ব চিত্র।

সাত সকালে পাথরবোঝাই একটি দশ চাকার ডাম্পার সেতু ভেঙে পড়ে গেল নদীতে। সোমবার ঘটনাটি ঘটে বর্ধমান থেকে ১৫ কিলোমিটার দূরে বর্ধমান-কাটোয়া রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারটি বীরভূম থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল। পথে খড়ি নদীর উপর নর্জা সেতুতে উঠতেই তার একাংশ ভেঙে ডাম্পারটি নীচে পড়ে যায়। চালক ও খালাসি কোনওরকমে রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি অনেক পুরনো। যত দিন গড়িয়েছে সেতুর অবস্থাও খারাপ হয়েছে। এর সংস্কারে কোনও ব্যবস্থাই নেয়নি প্রশাসন। জেলাশাসক সৌমিত্র মোহন জানান, পূর্ত দফতরকে বিষয়টি জানানো হয়েছে। দু’এক দিনের মধ্যেই সেতু সারানোর কাজে হাত দেবে তারা।

Advertisement

বর্ধমান-কাটোয়া রোডের উপর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্তও বটে! বর্ধমান ও কাটোয়ার সংযোগকারী রাস্তা এটি। দিনের ব্যস্ত সময়ে সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে পড়তে হয় পথচলতি মানুষকে। যান চলাচল স্বাভাবিক রাখতে নর্জা সেতুর আগে থেকেই গাড়িগুলিকে ঘুরিয়ে দিয়ে বর্ধমান-গুসকরা রোডে তোলা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুটি এড়িয়ে কাটোয়া পৌঁছতে ১২-১৪ কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। সংযোগকারী রাস্তা হওয়ায় গাড়ির চাপও বেশি থাকে। এ রকম ব্যস্ত একটি রাস্তার উপর নড়বড়ে সেতু থাকায় যখন তখন তা ভেঙে পড়ার আশঙ্কা বাসিন্দাদের ছিলই। এ দিনের ঘটনা তাঁদের সেই আশঙ্কাকেই সত্যি করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement