ষোড়শ লোকসভা নির্বাচনে তাঁর ঐতিহাসিক জয়ের ভূয়সী প্রশংসা করে রবিবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফরের জন্য তিনি মোদীকে আমন্ত্রণও জানিয়েছেন। মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তিনি একটি চিঠি লেখেন। সেখানে তিনি বলেছেন, “আমি খুব খুশি যে বাংলাদেশ এক জন নতুন বন্ধু পেল। আশা করি, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মধুর হবে। যে কোনও সমস্যায় দু’দেশই আন্তরিক ভাবে কাজ করবে।” মোদীর প্রথম বিদেশ সফর যেন বাংলাদেশ দিয়েই শুরু হয় সে কথাও চিঠিতে জানিয়েছেন শেখ হাসিনা।