মুদগল কমিটিতে বিসিআইয়ের প্রবল আপত্তি, রায় স্থগিত সুপ্রিম কোর্টের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ১৩:১০
Share:

মুদগল কমিটির রিপোর্টের বিরুদ্ধে প্রশ্ন তুলে স্পট ফিক্সিংয়ের তদন্তভার তাদের হাতে দিতে প্রবল আপত্তি জানাল বিসিসিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্পট ফিক্সিং নিয়ে শুনানি শুরু হতেই বোর্ড মুদগল কমিটির বিরোধিতা করে। নতুন তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তদন্ত চলাকালীন শ্রীনিবাসনকে তাঁর পদে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জিও জানায় তারা। এ বিষয়ে এ দিন কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। কাজেই তদন্তের ভার কার হাতে যাবে তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

গত সপ্তাহে বোর্ড প্রস্তাবিত তিন সদস্যের তদন্ত কমিটিকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তদন্তে পক্ষপাতিত্বের প্রশ্ন তুলে বিহার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বোর্ড প্রস্তাবিত কমিটিতে আপত্তি জানানো হয়। এর পর তদন্ত এগিয়ে নিয়ে যেতে আগ্রহী কি না জানতে সুপ্রিম কোর্ট সময় দেয় মুদগল কমিটিকে। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই-এর অবসরপ্রাপ্ত স্পেশ্যাল ডিরেক্টর এম এল শর্মাকে কমিটিতে নেওয়ার প্রস্তাব দেয় মুদগল কমিটি। শুধু অপেক্ষা ছিল এ বিষয়ে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেতের। কিন্তু তার আগেই বাধ সাধল বোর্ড। ফলে শ্রীনির ভাগ্য ঝুলেই রইল বলে মত বিশেষজ্ঞমহলের। বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে এ দিন আর্জি জানানো হয়, তাঁর পদে রাখা হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement