মুম্বইয়ে চিত্র সাংবাদিক গণধর্ষণে দোষীদের বিরুদ্ধে নতুন চার্জ গঠন

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ১৬:৩৯
Share:

মুম্বইয়ের শক্তি মিলস চত্বরে এক টেলিফোন অপারেটর তরুণীকে ধর্ষণের সাজা গত শুক্রবারই ঘোষণা করেছিল আদালত। গত বছরের ৩১ জুলাই ওই ধর্ষণের ঘটনায় জড়িত দোষীরা মাসখানেকের মধ্যেই এক চিত্র সাংবাদিককে গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত হয়। ধর্ষণের মামলায় কোনও ব্যক্তি একাধিক বার দোষী হলে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ওই দিন আদালতের রায় ঘোষণার পর সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম আদালতের কাছে বিজয় যাদব, কাসিম বাঙালি ও মহম্মদ আনসারি—এই তিন জনের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাড়তি চার্জ গঠনের আবেদন জানান। সোমবার সেই আবেদনে সাড়া দিয়ে আদালত জানিয়ে দিল অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন করার কথা। পাশাপাশি দোষীদের তরফে এ দিন জানানো হয় তারা সরকারি কৌঁসুলির আবেদনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করবে। সে বিষয়ে নিম্ন আদালত জানিয়ে দেয় বিচার প্রক্রিয়া চলাকালীন যে কোনও সময় দোষীরা উচ্চ আদালতে যেতে পারে।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement